MiniLab - Technology is life
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
Admin
Admin
Admin
Posts : 24
Join date : 2018-05-15
https://minilab.forumotion.com

HTML শেখা। প্রথম পর্ব। #HTML Empty HTML শেখা। প্রথম পর্ব। #HTML

Fri May 25, 2018 9:55 pm
এই আর্টিকেল ধারাবাহিক। এই আর্টিকেলে ওয়েব এপ বানানো, চাকরী/ব্যাবসা গাইডলাইন ও ওয়েবডিজাইন ক্যারিয়ার গাইডলাইন শেখানো হবে পর্ব থেকে পর্বে। ধারাবাহিক এই আর্টিকেলের আজ প্রথম পর্ব। 

ধন্যবাদ মিনিল্যাবে আসার জন্যে। আপনাকে অভিনন্দন জানাই আপনি ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছেন। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি।  Smile

প্রথমেই আমি আমাদের এই সিরিজ সম্পর্কে কিছু বলি। এই সিরিজে প্রত্যেকটি আর্টিকেল ছোট কিন্তু সহজ ভাবে সম্পূর্ন সহজ বাংলায় এইচটিএমএল এর শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করা হবে।

কোন সমস্যায় আমি মাহাবুব হাসান আছি। লাইভ চ্যাটে হেল্প নিতে পারবেন তাছাড়াও ফেইসবুক এ মিনিল্যাব গ্রুপে আমাদের পাবেন সরাসরি। 

HTML শেখা। প্রথম পর্ব। #HTML Livechat_384x212 HTML শেখা। প্রথম পর্ব। #HTML Find-us-on-facebook
ফেইসবুক গ্রুপ ও লাইভচ্যাট


আপনারা এই অধ্যায়ে যা শিখবেনঃ


১। কেন এইচটিএমএল শিখবেন?


২। ওয়েবডিজাইন হতে পেশা ও আয়। 


৩। কি কি লাগবে? 

সেকশন ঃ ১



কেন এইচটিএমএল শিখবেন?

এইচটিএমএল হলো ওয়েবপেইজের মূল ল্যাঙ্গুয়েজ ও ওয়েবডিজাইনিং শেখার প্রথম ও আবশ্যকীয় একটি ধাপ। এইচটিএমএল শিখলে আপনি ওয়েবপেইজের মূল কাঠামো তৈরী করতে পারবেন। এইচটিএমএল একই সাথে ল্যাঙ্গুয়েজ ও ওয়েবপেইজ এক্সটেনশন। এইচটিএমএল দ্বারা তৈরী পেইজ এর শেষে .html থাকে। কিন্তু .php , .xhtml, এক্সটেনশনের পেইজও ব্রাউজারে শেষমেশ প্লেইন এইচটিএমএলে রুপান্তর হয়। 

মূল কথা হলো ওয়েবডিজান শিখতে হলে ও পেইজের কাঠামো তৈরী করতে হলে এইচটিএমএল শেখা আবশ্যকীয়। 
এইচটিএমএল খুবই সহজ একটি ভাষা। এটি শিখতে বেশিদিন লাগে না এবং অতটা কষ্টও করতে হয় না। যে কোন প্লাটফর্মে এইচটিএমএল শেখা ও টেস্ট করা একেবারে সহজ। আপনার কোন জিনিস ভেজাল লাগলে আমরা তো আছিই, তাছাড়াও বিশ্বে ফোরাম ও আন্তর্জাতিক সাহায্য এর সাইট তো আছেই।

আমাদের এই সিরিজটি সম্পূর্ন বিনামুল্যে। এবং সকল প্রকার ইউজারদের জন্যে। হোক মোবাইল হোক কম্পিউটার। হোক ম্যাক, উইন্ডোজ বা লিনাএক্স। সকল প্রকারের মানুষের জন্যে পার্ফেক্ট হবে এই সিরিজটি, আশা করি আপনারা উপক্রিত হবেন। 



সেকশন ঃ ২


ওয়েবডিজাইন থেকে আয় ও পেশা। 

এর থেকে অনেক ভাবেই আয় সম্ভব। তবে আয় সম্পর্কে "ঘরে বসে ইনকাম করুন লাখ লাখা টাকা" অথবা "কোটিপতি হোন ঘরে বসেই" এর মতো উক্তি, বিজ্ঞাপন এরিয়ে যাওয়াই ভালো। পৃথিবীর কোন পেশাই আপনাকে বসে বসে লাখ টাকা যুগিয়ে দেবে না। প্রত্যেক কাজেই লাগে দক্ষতা, আত্মবিশ্বাস ও ভালো প্ল্যানিং। 


মূলত ওয়েবডিজাইন থেকে আয়ের বৈধ ও প্রমানিত পথ হচ্ছেঃ 


* ফ্রিল্যান্সিং বা মূক্ত পেশা। বর্তমানে এর থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে ইনকাম ৫০ হাজার টাকা মাসিক। কাজ হবে প্রজেক্ট বেইসড ও প্রথম কিছু মাস অতটা ইনকাম নাও হতে পারে। 


* রিমোট জব । এই পেশা ফিক্সড। পার্ট টাইম ও হয়। এর থেকে ইনকাম দক্ষতা ভিত্তিক ভাবে ৮০ হাজার থেকে এক লাখ। অভিজ্ঞতার প্রাধান্য দেয়া হয়। জনপ্রিয় রিমোট জব মার্কেট "স্টেকওভারফ্লো ডেভেলপার" ।


* নিজের ওয়েবসাইট/ব্লগ তৈরী এবং নিজের তৈরী ডিজাইন/ রিসোর্স বিক্রি করে উপার্জন। এক্ষেত্রে আপনাকে কারো উপর নির্ভর করে কাজ করতে হবে না। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অনেক রিস্কের কাজ, ও আয়ের কথা বলা যায় না


* অন্যকে শিখিয়ে উপার্জন। আপনি অন্যকে শিখিয়ে তাদের থেকে ন্যায্য মূল্য গ্রহন করতে পারেন। এর জন্যে আপনাকে কিছু টাকা ইনভেস্ট করতে হবে। আবার সার্টিফিকেশন ও প্রতিষ্ঠান থাকা লাগবে। সাথে লোকবল ও শিক্ষক ও বিজ্ঞাপন। এর থেকে আয় আপনার ছাত্র/ছাত্রী অনুপাতে। 


সেকশন ঃ ৩


শিখতে কি কি লাগে?

এটি শেখা যেমন সহজ, এর জন্যে আপনাকে খরচও করতে হবে না ও আপনি যে কোন মোবাইল বা ডেস্কটপ ও যে কোন প্লাটফর্মেই আপনি শিখতে পারবেন। এর জন্যে আবশ্যকীয় কিছু জিনিস ও এর সাথে এক্সট্রা কিছু জিনিস আপনারা চাইলে যা ব্যাবহার করতে পারেন সুবিধার জন্যে, তা আমি লিখে দিচ্ছি। 


যা যা লাগবেঃ 

মোবাইলেঃ
ডেস্কটপেঃ
একটি এইচটিএমএল এডিটর ও ব্রাউজার। 

আপনি যে কোন টেক্সট এডিটর ব্যাবহার করতে পারবেন 
ও যে কোন ব্রাউজার। 

তবে সুবিধার জন্যে ব্যাবহার করুন anWriter. 
এই এপে আপনি কোড লিখে সাথে সাথে প্লে করতে পারবেন। 
সাথে আছে অটোফিল ও অটো ক্লোজিং ট্যাগ এর সুবিধা। সিনট্যাক্স হাইলাইটার
ও আরো অনেক। 

এন্ড্রয়েডের জন্যে ইন্সটল করুন প্লে স্টোর থেকেঃ 
HTML শেখা। প্রথম পর্ব। #HTML En_badge_web_generic


একটি টেক্সট এডিটর ও ব্রাউজার। আপনি আপনার উইন্ডোজ পিসিতে থাকা নোটপ্যাড
ও ম্যাক ওএস ও লিনাক্সে ডিফল্ট টেক্স এডিটর ব্যাবহার করতে পারেন কোড লিখতে। 

রান করতে হলে আপনাকে একটি ব্রাউজার প্রয়োজন হবে। 

সুবিধার জন্যে আপনি সাব্লিম টেক্সট বা এডোবি ড্রিমওয়েভার ব্যাবহার করতে পারেন।
যাতে কিছু বাড়তি সুবিধা আছে। আপনি ব্রাউজার হিসেবে ক্রোম ব্যাবহার করতে পারেন।

ক্রোম ব্রাউজার পাবেন অফিশিয়াল ক্রোম সাইটেঃ
 
HTML শেখা। প্রথম পর্ব। #HTML Get_google_chrome_button_gray_wide_500


আজকে এই পর্যন্তই, কালকের পর্বে থাকবে ঃ

১। এইচটিএমএল পরিচিতি

২। সেটাপ ও পরিবেশ

৩। প্রথম এইচটিএমএল প্রোগ্রাম তৈরী 

৪। ট্যাগ, এট্রিবিউট ও ভ্যালু

আজকের পর্ব আশা করি আপনাদের ভালো লেগেছে, কালকে আবারো দেখা হবে এই ফোরামেই এই সিরিজেই। ততক্ষন পর্যন্ত বিদায়।  Razz
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum