MiniLab - Technology is life
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
Admin
Admin
Admin
Posts : 24
Join date : 2018-05-15
https://minilab.forumotion.com

রমজান উপলক্ষে শুভেচ্ছা ফেসবুকের।  Empty রমজান উপলক্ষে শুভেচ্ছা ফেসবুকের।

Thu May 17, 2018 4:21 pm
কপিরাইটঃ -  জাগোনিউজ ২৪ , এই পোস্টটি হুবহু কপি।  


ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি এবং ত্যাগের মাস। রমজান রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত।
এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম লাইলাতুল কদরের রাত। ইসলাম ধর্ম অনুযায়ী, এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ পাক ৭০ গুণ বাড়িয়ে দেন।
রমজান উপলক্ষে শুভেচ্ছা ফেসবুকের।  Facebook-20180516192746
মুসলমানদের পবিত্র এই মাস উপলক্ষে রমজানের শুভেচ্ছা জানিয়েছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক।
সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সাইট ফেসবুক তাদের শুভেচ্ছা বার্তায় লিখেছে, ‘সবাইকে রমজানের শুভেচ্ছা। আসুন ফেসবুকের আমরা সবাই রমজানের মাহাত্মকে সম্মান করে আমাদের সমাজ ও বিশ্বের সবার প্রতি উদার হই।’
এদিকে হিজরি ১৪৩৯ সনের পবিত্র রমজান মাস শুরুর তারিখ নির্ধারণ করতে সন্ধ্যায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। যদি বুধবার দেশের কোথাও চাঁদ দেখা যায় তাহলে বৃহস্পতিবার থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে। আর যদি চাঁদ দেখা না যায় তাহলে শুক্রবার থেকেই মাহে রমজান শুরু।
জেএইচ/এমএস
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum