MiniLab - Technology is life
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
Admin
Admin
Admin
Posts : 24
Join date : 2018-05-15
https://minilab.forumotion.com

উইন্ডোজ ১০ এ ডুয়াল বুট মোছার প্রক্রিয়া।  Empty উইন্ডোজ ১০ এ ডুয়াল বুট মোছার প্রক্রিয়া।

Fri May 25, 2018 7:07 pm
উইন্ডোজ ১০ এ আমি দেখেছি , যখন আমি ডুয়াল বুটে কোন ওএস ইন্সটল করি ও পরবর্তীতে তা মুছে ফেললেও বিসিডি বা বুটলোডার এ সেই ওএস অপশন হিসেবে আসে। বিসিডি এডিট কমান্ড কাজ করে না যা বিরক্তিকর। এমএসকনফিগ দিয়েও কোন কাজ হলো না। গুগোল ঘেটে কোন ভালো উত্তর পেলাম না। 

তাই সার্চ করলাম কোন বিসিডি এডিটর পাওয়া যায় কিনা যা একই সাথে উইন ৭ , ৮ , ১০ এ চলবে। খোজাখুজির পর পেলাম এই ভিজুউয়াল বিসিডি এডিটর। এটি একেবারে সোজা একটি এপ্লিকেশন যা ভিজুয়াল বা গ্রাফিকেল। 

উইন্ডোজ ১০ এ ডুয়াল বুট মোছার প্রক্রিয়া।  Captur10
ভিজুয়াল বিসিডি এডিটর হোম ইউয়াই। 

আপনি এখান থেকে আপনার বিসিডি রিপেয়ার ও ডুয়াল বুট অপশন রিমুভ করতে পারবেন। 

ডাউনলোডঃ 

নিম্নে ক্লিক করুন, আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট করা হবে
উইন্ডোজ ১০ এ ডুয়াল বুট মোছার প্রক্রিয়া।  Download_btn_green
অফিশিয়াল ওয়েবসাইট, দাম = ০.০০৳


পদ্ধতিঃ 
এই এপের সাথে স্টার্ট আপ রিপেয়ার ফ্রি দেয়া হয়েছে। তবে আজকের টপিকে আমি ডুয়াল বুট রিমুভ করা শেখাবো।

প্রথমে ভিজুয়াল বিসিডি ওপেন করুন। 

তারপর লোডার সেকশনে তাকান।। এখান থেকে সি ডিস্ক বাদে অন্য ডিস্কে থাকা লোডার মুছে দিন, পিকে দেখুন। 

উইন্ডোজ ১০ এ ডুয়াল বুট মোছার প্রক্রিয়া।  Screen13
অপ্রয়োজনীয় লোডার

এখানে নিও বুট ডিস্ক এফ এ আছে। আমি এটা মুছে দিবো। ভ্যালু ঘরে শেষে ডিস্ক নেম থাকে। 

যদি সি ড্রাইভেও কোন লোডার থাকে তাহলে আপনার বর্তমান ওএস বাদে অন্য ওএস টি ভালো করে লক্ষ্য করে কেটে দিন। 

আশা করি আপনাদের এই তথ্যটি সাহায্য করবে, ধন্যবাদ পড়ার জন্যে। ফিক্স না হলে ও আপডেট কমেন্টে জানাবেন আশা করি। 
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum