MiniLab - Technology is life
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
Admin
Admin
Admin
Posts : 24
Join date : 2018-05-15
https://minilab.forumotion.com

আইফোন ১০ এর দীর্ঘ ব্যাবহারের পর। সমস্যা ও সম্ভাব্য সমাধান।  Empty আইফোন ১০ এর দীর্ঘ ব্যাবহারের পর। সমস্যা ও সম্ভাব্য সমাধান।

Thu May 17, 2018 11:38 am
ইফোন ১০ বের হয় ২০১৭ সালে। এপলের এটি লেটেস্ট আইফোন। দীর্ঘ সেইম ফর্ম ফ্যাক্টর থেকে বেরিয়ে এসে এপল এর কারিগরেরা আইফোন এক্সকে অনন্য ডিজাইনে গড়ে তোলে ও ভোক্তারাও ডিজাইনে সন্তুষ্ট। ফুল ভিউ ১৮ঃ৯ রেশিওর ডিস্প্লে, একেবারেই কম বেজেল (নচটা ক্ষ্যাত  Neutral), আর গ্লাস ব্যাক এবং প্রিমিয়াম লুকের অসম্ভব সুন্দর একটা ফোন আইফোন ১০ বা এক্স।

আইফোন ১০ এর দীর্ঘ ব্যাবহারের পর। সমস্যা ও সম্ভাব্য সমাধান।  Gsmarena_010
আইফোন ১০ - ক্রেডিটঃ জিএসএম এরেনা (GSM Arena)

হোম বাটন না থাকায় টাচ আইডি এর অভাবে ভুগেছেন অনেকে, আবার ফেইস আইডি মাঝেই মাঝেই পুরা ডিসেবল হয়ে যাওয়ায় পিন ও পাসওয়ার্ড ব্যাবহার করে চালাতে হয়েছে। লিনাসের (Linus Tech Tips) একটি ভিডিওতে ইন স্ক্রিন ফিংগারপ্রিন্ট এর সাথে আইফোন ১০ এর আনলক স্পীড তুলনা করতে গিয়ে তাকে এই সমস্যার মুখোমুখি হতে হয়েছে। 

তাছাড়াআও লং টাইম ব্যাবহারে বেশ কিছু জায়গায় ভোক্তাদের সমস্যায় পড়তে হয়েছে।


বডি ও বিল্ড সমস্যা ঃ- 

এর বডিতে বেশ কিছু সমস্যার সমাধান অনেক ব্যাক্তির জন্যে সমাধানের অযোগ্য। বেশ কিছু টেক রিভিউয়ার ও এক্সপার্টরা দেখেছেন আইফোনের ডিজাইন খুবই ভঙ্গুর। কাচের ব্যাকপ্যানেল থাকায় এটি হাত থেকে পড়লেই ভেঙ্গে যাবার আশংকা প্রচুর! 
মার্কাস ব্রাউনলি (Marquees brownlee, famous tech youtuber) জানান তার ব্যাবহারের আইফোন এক্সটি টেবিলে ভাইব্রেট করতে থাকলে টেবিল থেকে ফসকে পড়ে যায় এবং যথারীতি ব্যাক প্যানেলটি একেবারেই ভেঙ্গে যায়। 
আর এর ব্যাকপ্যানেলটি সাড়াতে আআপনার খরচ পড়বে রীতিমতো ৫০০৳ +!  Shocked

এই জন্যেই আপনার আইফোন ১০ এর জন্যে একটি কেইস বা প্রোটেক্টিভ কভার ব্যাবহার করবেন। এতে আপনার ব্যাক প্যানেলে আঘাত লাগবে না।
আর যদি ভেঙ্গেই যায়, তাহলে স্কিন ব্যাবহার করতে পারেন। বিভীন্ন ধরনের স্কিন বাজারে পাওয়া যায় আবার বিভীন্ন প্রতিষ্ঠান খুব সহজ ও সুন্দরভাবে ও তারা নিজেরাই আপনার পছন্দের স্কিন লাগিয়ে দেয় যথাযথ মূল্যে। 

স্ক্রিন ও নচ সমস্যা ঃ- 

স্ক্রিনটি ও এল ইডি থাকায় কোন সমস্যা হয় না দিনের আলোয়। কিন্তু ভিডিও দেখতে গেলেই একটা সমস্যা অনেককেই বিরক্ত করে, তা হলো নচ। 
নচটা একটু বেশীই। নচের কারনে ভিডিওর কিছু অংশ ঢাকা পড়ে যায়। তবে সময়ের সাথে এই নচ আর সমস্যা থাকে না। 
কিন্তু ভিডিও কাটছাট একটু সমস্যাই, কারন ফুল ভিউ ডিস্প্লে তে ফুল ভিডিওই যদি দেখতে না পারি? তাহলে ফুল ভিউ হলো কিভাবে?

এই সমস্যার ছোট খাটো আপাতত সমাধান হলো জুম আউট করে নেয়া। জুম আউট করে নিলেই নচের বাইরে ভিডিও এসে পড়বে। কিন্তু এটি এমনি সমস্যা যা পুরোপুরি সমাধান অসম্ভব। 

এর কিবোর্ডের ইমোজি বাটনটি সরিয়ে নেয়া হয়েছে ও এর কিবোর্ড একটু ওপরে ভাসে। এর জেসচার বার নিচে থাকায় ও বাটনের আলাদা প্লেসমেন্টের কারনে আপনার টাইপিং এ সমস্যা সৃষ্টি হতে পারে। কিন্তু একটু অভ্যাসেই তা আর সমস্যাই থাকবে না। 

পার্ফর্ম্যান্স ও ব্যাটারি ঃ- 

ব্যাটারি (২৭১৬)  ওভারাল ইউজে ইনাফ ভালো। কিন্তু আইফোন এইটের সাথে তুলনা করলে এর চেয়ে ছোট (২৬৯১ মিলিএম্প) ব্যাটারিতেও আইফোন এইট ভালো চলছে আইফোন ১০ এর চেয়ে একটু বেশী। হয়তো ফেইস আইডি, ওএলইডি ডিস্প্লের বেশী ডেনসিটির কারনে ও ইউ আই কালারের কারনে একটু চার্জ হয়তো বেশী চিবিয়ে ফেলে   Laughing

পার্ফর্ম্যান্সের ব্যাপারে আমরা জানতাম সিপিএ এ১১ চিপসেট একটু বেশীই শক্তিশালী! কিন্তু তেমন কোন পার্থক্য ধরা পড়লো না আইফোন ৭ এর সাথে। তবে বড় পার্থক্য হলো এর জিপইইউ ও পাওয়ার ইউজেস এ। এর জিপিএ এ১০ এর জিপিউ থেকে অর্ধেক কম শক্তি খরচ করে। তাই এর পার্ফর্ম্যান্স নিয়ে কোন সমস্যাই নেই। 

উপসংহার ঃ ফোনটির আপাতত বড় সমস্যা এর বিল্ডে। নচ সমস্যা আই ও এস ১২ তে অনেক খানি সমাধান হতে পারে আইওএস ১১ তে আপাতত নেই। বাকি সমস্যা খুব সহজেই সমাধানযোগ্য। এইগুলা বাদ দিলে আইফোন ১০ এই প্রাইজে মোটামুটি ভালোই দিন থেকে দিন রেগুলার ব্যাবহারে। এর প্রটেকশনে কভার অবশ্যই রাখবেন ও এটি ভঙ্গুর মনে রাখবেন। 

সূত্র ঃ - জিএসএম এরেনা, লিনাস টেকটিপস, এমকেবিএইচডি, এনডিটিভি গ্যাজেটস, এটিসি এন্ড্রয়েড টোটো কোম্পানী ফেইসবুক গ্রুপ, মিনিল্যাব ইউজার কমিউনিটি।

এই টপিকটি লেখা হয়েছে আইফোন ১০ ইউজার ও রিভিউয়ারদের পাবলিকলি মতামতের ভিত্তিতে।
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum