MiniLab - Technology is life
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
tarek_monowar
tarek_monowar
Posts : 7
Join date : 2018-05-16

সিএসএস পরিচিতি Empty সিএসএস পরিচিতি

Thu May 24, 2018 6:26 pm
সিএসএস এর পরিচিতি:
CSS এর ফুল ফর্ম Cascading Style Sheets.
এটি ব্যবহার করা হয় ওয়েবপেইজ ডিজাইনের জন্য।
CSS এ তিন স্টেপ থাকে,
১.সিনট্যাক্স(এইচটিএমএল ট্যাগ,ক্লাশ,আইডি)
২.প্রপার্টি।
৩.ভ্যালু।
সিনট্যাক্স{প্রপার্টি : ভ্যালু;}
body{color:red;}
এখানে,
body = সিনট্যাক্স।
color = প্রপার্টি।
red = ভ্যালু।
সিনট্যাক্স দিয়ে যাকে ডিজাইন করা হবে,প্রপার্টি দিয়ে তাকে কি ডিজাইন করা হবে,ভ্যালু দিয়ে তাকে যেরকম ডিজাইন করা হবে সেটা।
*সিএসএস তিন প্রকার।
১.ইনলাইন সিএসএস।
যেটা style="" দিয়ে ট্যাগের মধ্যে লেখা হয়।
২.ইন্টারনাল সিএসএস।
যেটা <style></style> ট্যাগ দিয়ে লেখা হয়।
৩.এক্সটারনাল সিএসএস।
যেটা <link rel="stylesheet" href=""></link> দিয়ে কোনো স্টোরেজ থেকে ইম্পোর্ট করা হয়।
কেন সিএসএস শিখবো?
সিএসএস হলো এইচটিএমএল এর মেকআপ।  Very Happy
নিচের ছবিটি দেখলেই বুঝবেন,কেন সিএসএস শিখা জরুরি।
সিএসএস পরিচিতি Receiv10

হি হি হি,আজ পরিচিতি পর্যন্তই।
ধন্যবাদ,মিনিল্যাবের সাথেই থাকুন। Rolling Eyes
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum