MiniLab - Technology is life
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
Admin
Admin
Admin
Posts : 24
Join date : 2018-05-15
https://minilab.forumotion.com

এন্ড্রয়েড পি। নতুন ফিচার ও উন্নত ন্যাভিগেশন জেসচার।  Empty এন্ড্রয়েড পি। নতুন ফিচার ও উন্নত ন্যাভিগেশন জেসচার।

Sat May 19, 2018 1:13 pm
মার্চ ৭ এ গুগোল এন্ড্রয়েড পি এনাউন্স করে। এবং একই দিনে তারা একটি ডেভেলপার প্রিভিউ রিলিজ করে। এবং ৮ মার্চ এ দ্বিতীয় বেটা প্রিভিউ রিলিজ করে। আজ আমরা এন্ড্রয়েড পি এর ফিচার এবং এর ভবিষ্যত নিয়ে আলোচনা করব।

ফিচার্সঃ

এন্ড্রয়েড পি। নতুন ফিচার ও উন্নত ন্যাভিগেশন জেসচার।  Android_P_9.0_screenshot
এন্ড্রয়েড পি হোমস্ক্রিন - গুগোল পিক্সেল ২ এর

ইউজার ইন্টার্ফেসঃ

এর সবচেয়ে মেজর পরিবর্তন হলো এর ইউউজার ইন্টারফেইসে। এর প্রিভিউতে দেখা গেছে রাউন্ডেড কর্নার প্রায় ক্ষেত্রেই। এর ইউ আই হাল্কা ও সোজাসাপ্টা করা হয়েছে, আগের মতোই ম্যাটারিয়াল ডিজাইন, স্মুথ এনিমেশন থাকছে। আইকন গুলোতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। কুইক সেটিংস এ আছে রাউন্ডেড ইন্টারফেস। এবং এর ঘড়িটি ডান থেকে বামে সরানো হয়েছে।

ব্যাটারি সেভার অন করলে এখন আর কমলা রঙ্গের বার দেখতে পাবেন না। এটি বিরক্তিকর একটি জিনিস ছিলো ললিপপ থেকে। এবং পাওয়ার বাটনে স্ক্রিনশট অপশনটি বসিয়ে দেয়া হয়েছে। উল্যেখ্যঃ অনেক ললিপপ ফোনেই রম ডেভেলপাররা আন অফিশিয়ালি এই স্ক্রিনশট অপশনটি বসিয়ে দিতো। এখন অফিশিয়ালি থাকবে এন্ড্রয়েড পি মূল রিলিজে।

এন্ড্রয়েড পি। নতুন ফিচার ও উন্নত ন্যাভিগেশন জেসচার।  Android-P-notifications-Pixel-2-XL-4-840x560
এন্ড্রয়েড পি নোটিফিকেশন ও কুইক সেটিংস - এন্ড্রয়েড অথরিটির ছবি

আচরনগত পরিবর্তনঃ 

এর আচরনে বেশ পরিবর্তন এনেছে এন্ড্রয়েড ডেভেলপারেরা। এর মধ্যে প্রথমেই চোখে পড়বে কুইক রিপ্লাই নোটিফিকেশন স্লাইস টি। এর মধ্যে আপনি আপনার আগের রিপ্লাই এর অংশ দেখতে পাবেন ও এতে কুইক রিপ্লাই এর অপশন দেয়া হয়েছে। তবে এর ইমপ্লিমেন্ট আমরা ওরিওতে দেখেছি, কিন্তু এন্ড্রয়েড পি তে আমরা অনেক বেশী সুবিধা ও গুরুত্ব দেখেছি। এখন পুরো কনভার্সেশনই চালিয়ে যেতে পারবেন নোটিফিকেশন থেকেই। 

এর এপ সুইচিং ট্রাঞ্জিশন এ পরিবর্তন এনেছে ডেভেলপাররা। এতে আইফোন এক্স এর জেসচার মতো নেভিগেশন জেসচার এনেছে এন্ড্রয়েড পি। তবে এটি আইফোনের জেসচার হতেও সুবিধাজনক ও সুন্দর। 

এন্ড্রয়েড পি ন্যাভিগেশন জেসচার - টেকয়াউট
এছাড়াও আছেঃ

* এনএফসি আনলকে উন্নতি
* স্মার্ট রিপ্লাই ও গুগোল এপে স্মার্ট প্রতিউত্তর ব্যাবস্থা। ও স্কেইলড ছবি প্রিভিউ। 
* অলওয়েজ অন ডিস্প্লেতে এখন ব্যাটারি পার্সেন্টেজ দেখাবে
* হরিজন্টাল বা পাশাপাশি রিসেন্ট এপ ট্রে ও জেসচারের মাধ্যমে সুইচ করার ব্যাবস্থা
* অতিরিক্ত ফোন/ট্যাবলেট ব্যাবহার কমাতে এলার্ট ব্যাবস্থা
* আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ব্যাটারি সেইভ করা
* ফোন এর স্ক্রিন নিচে ঘুরিয়ে রাখলে ফোন মিউট হবে ইমার্জেন্সি সিচুয়েশনের জন্যে
* ভলিউম স্লাইডার এখন লম্বালম্বি ও বাটনের পাশে
* হিডেন মেনুতে কিছু এক্সপেরিমেন্টাল ফিচার
* নচ সাপোর্ট ও কাটাউট ডিস্প্লে সাপোর্ট
* ব্যাকগ্রাউন্ডে মাইক আর ক্যামেরা ব্যাবহার এর পার্মিশন বন্ধ করা। 

এন্ড্রয়েড পি এর প্রিভিউ শুধু বের হয়েছে ও এটি বেটা ফেইজে। এখনো ফুল ভার্সন বের হয়নি। এর মাঝে কিছু জিনিস বাদ আবার কিছু জিনিস এড ও হতে পারে। এর নাম এখনো নির্ধারন করা হয়নি। তবে বেশ কিছু সম্ভাব্য নাম শোনা যাচ্ছে বিভীন্ন ফোরাম ও ব্লগে। পরবর্তী আপডেট এই ফোরামে জানানো হবে সেই পর্যন্ত ভালো থাকুন। শুভ বিদায়।
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum