MiniLab - Technology is life
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
tarek_monowar
tarek_monowar
Posts : 7
Join date : 2018-05-16

ফেসবুক একাউন্ট নেইম চেন্জ করুন,যতো খুশি ততো। Empty ফেসবুক একাউন্ট নেইম চেন্জ করুন,যতো খুশি ততো।

Thu May 24, 2018 3:19 pm
ফেইসবুক একাউন্ট নেইম চেন্জ করুন যতো খুশি ততো।..  Very Happy
হ্যা,তার জন্য একটু ত্যাগ স্বীকার করতে তো হবেই।
পোষ্টটি সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে নেওয়া।
যদি অন্য কারো ট্রিক্সের সাথে মিলে গেলে,সেটা কাকতালীয়।.....  Exclamation
কাজের কথা আসি,
১.ফেসবুক নেইম চেন্জ করতে হলে প্রখমেই আপনার নেইম চেন্জ অফশন চালু থাকতে হবে।
২.ফেইসবুক নেইম চেন্জ অফশন এ তিনটি বক্স থাকে।
৩.এই তিনটি বক্সের যেই বক্সেই নাম লিখবেন,
যে কোনো একটি বক্সে  tAREK এইভাবে প্রথম অক্ষর ছোট হাতের অক্ষরের,বাকি সব বড় হাতের অক্ষরের লিখবেন।
৪.সৌন্দর্যের জন্য যে কোনো একটি বক্সে এইভাবে না লিখে সব বক্সেই এইভাবেই লিখলে ভালো,সেটা আপনার ইচ্ছা।
৫.এখন Review Change এ যান।
৬.এখন দেখবেন,আপনি যে বক্সে tAREK এইভাবে নাম দিয়েছেন,সে নাম টা আপারকেইস(uppercase) হয়ে গেছে,মানে সব বড় হাতের অক্ষরের হয়ে গেছে।যেমন:- TAREK এইরকম।
৭.এখন পাসওয়ার্ড দিয়ে নেইম সেইভ করুন। ব্যাস কাজ শেষ।
*নেইম চেন্জ করার পর যা দেখবেন,
১.আপনার ফেসবুক নেইম চেন্জ হইছে ঠিকই,কিন্তু ৬০ দিনের সময়টি আসে নাই।
২.নেইম বড় হাতের অক্ষরের হয়ে গেছে।
★এই ট্রিক্স-টা আনলিমিটেড ফেসবুক নেইম চেন্জ এর ট্রিক্স ও,সাথে Uppercase অক্ষরে নেইম দেয়ার ট্রিক্সও।...  Laughing
ধন্যবাদ,মিনিল্যাবের সাথেই থাকুন Very Happy
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum